বিয়ের ৪ মাসের মাথায় নাগা চৈতন্যের ঘরে আসছে নতুন সদস্য?

- আপডেট সময় : ১০:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে

চলতি বছরের জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্য। আর এবার গুঞ্জনে এল নাগা ও শোভিতার সংসারে আসতে চলেছে নতুন সদস্য। তবে এই নিয়ে তারকা দম্পতি মুখ না খুললেও, সিনেপাড়ায় বেশ শোরগোল।
দক্ষিণী নায়িকা সামান্থার সঙ্গে সংসার করার সময়ই শোভিতার প্রেমে পড়েন নাগা। আর সেই প্রেমের খবর জানাজানি হতেই সামান্থা ও নাগার বিবাহবিচ্ছেদ হয়। শোভিতা ও নাগার বিয়ের সময় সামান্থার প্রসঙ্গ টেনে নানা বিতর্কও তৈরি হয়েছিল।
আসলে শোভিতার মা হওয়ার গুঞ্জন রটে, তাঁর পোশাক থেকেই। নেটিজেনরা লক্ষ্য করেছেন শোভিতা ইদানিং ঢিলেঢালা পোশাকই পরছেন। তা কোনও ফিল্মি অনুষ্ঠানে হোক কিংবা স্বামীর সঙ্গে ছুটি কাটানো। আর তা থেকেই ধরে নেওয়া হয়েছে শোভিতা অন্তঃসত্ত্বা। শোভিতা ও নাগার ঘনিষ্ঠদের মতে, শোভিতা যদি অন্তঃসত্ত্বা হন, তাহলে নিজেরাই তা জানাবেন। আর শোভিতা আজকাল ঢিলেঢালা পোশাকই পরতে পছন্দ করছেন। তাই অযথা গুঞ্জনের প্রয়োজন নেই।