ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া। রোববার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, কাতার আমিরের দেয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) ৫ মে লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছিল, যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়।

এর আগে, শুক্রবার (২ মে) বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের দেশে আসার কথা রয়েছে। ১৭ বছর পর দেশে ফিরছেন তিনি। ডা. জুবাইদা রহমান ধানমন্ডির ৫ নম্বর রোডের বাড়িতে উঠবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া।

তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া

আপডেট সময় : ১১:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

আগামী মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া। রোববার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, কাতার আমিরের দেয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) ৫ মে লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছিল, যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়।

এর আগে, শুক্রবার (২ মে) বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের দেশে আসার কথা রয়েছে। ১৭ বছর পর দেশে ফিরছেন তিনি। ডা. জুবাইদা রহমান ধানমন্ডির ৫ নম্বর রোডের বাড়িতে উঠবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া।

তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।