ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৪ মে) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এ হামলার ঘটনা ঘটে। এতে হাসনাত আবদুল্লাহ আহত হন।

ঘটনার পরপরই হাসনাত আব্দুল্লাহকে পুলিশি নিরাপত্তায় ঢাকায় পাঠানো হয়। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ হামলার ঘটনা জানান। পোস্টে তিনি বলেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’

এদিকে, হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, ব্যক্তিগত কাজে গাজীপুরে এসেছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তায় তার মাইক্রোবাস লক্ষ্য করে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে অতর্কিত হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে আহত হন তিনি।

পরে গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হাসনাত আবদুল্লাহ বোর্ডবাজার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ফটকের সামনে অবস্থান নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার খবর ছড়িয়ে পড়তেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ছুটে আসেন সেখানে।

তারা অভিযোগ করেন, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত, আর এর সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ জড়িত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

আপডেট সময় : ১১:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৪ মে) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এ হামলার ঘটনা ঘটে। এতে হাসনাত আবদুল্লাহ আহত হন।

ঘটনার পরপরই হাসনাত আব্দুল্লাহকে পুলিশি নিরাপত্তায় ঢাকায় পাঠানো হয়। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ হামলার ঘটনা জানান। পোস্টে তিনি বলেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’

এদিকে, হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, ব্যক্তিগত কাজে গাজীপুরে এসেছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তায় তার মাইক্রোবাস লক্ষ্য করে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে অতর্কিত হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে আহত হন তিনি।

পরে গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হাসনাত আবদুল্লাহ বোর্ডবাজার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ফটকের সামনে অবস্থান নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার খবর ছড়িয়ে পড়তেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ছুটে আসেন সেখানে।

তারা অভিযোগ করেন, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত, আর এর সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ জড়িত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।