ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচন কবে, বিএনপির কাছে জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত: আমির খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। এ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (রোববার, ৪ মে) সকালে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

রোববার (৪ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন আমীর খসরু।

ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেও জানান খসরু।

আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী কী করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে বিনিয়োগে, বিশেষ করে ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘ দিনের। রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কীভাবে সহযোগিতা হতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন কবে, বিএনপির কাছে জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত: আমির খসরু

আপডেট সময় : ১০:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। এ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (রোববার, ৪ মে) সকালে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

রোববার (৪ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন আমীর খসরু।

ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেও জানান খসরু।

আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী কী করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে বিনিয়োগে, বিশেষ করে ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘ দিনের। রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কীভাবে সহযোগিতা হতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।