ফায়ার সার্ভিস আস্থা ও নির্ভরতার প্রতীক: মহাপরিচালক

- আপডেট সময় : ১০:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, যেকোনো দুর্যোগ ও দুর্বিপাকে প্রথম সেবাদানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ফায়ার সার্ভিস।
আজ (রোববার, ৪ মে) সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠানটির সদর দপ্তরে আয়োজিত ইন্টারন্যাশনাল ফায়ারফাইটারস ডে-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সারাদেশ থেকে নির্বাচিত বিভিন্ন পদবির ৪৫ জন কর্মকর্তা ও ফায়ারফাইটারকে সম্মাননা দেয়া হয়। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্মানপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মহাপরিচালক বলেন, ‘আপনারা দগ্ধ ভবনে প্রবেশ করেন, সড়ক ও নৌযান দুর্ঘটনায় ছুটে যান, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবনের স্পন্দন খুঁজে আনেন। আর এর মাধ্যমে আপনারা অর্জন করেছেন সকলের আস্থা ও ভালোবাসা।’
তিনি আরও বলেন, ‘আপনাদের এই ত্যাগ ও অবদানকে স্বীকৃতি দেয়ার জন্য ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে এ অধিদপ্তর থেকে আজকে আমরা সম্মাননা জানাচ্ছি। এই সম্মাননা প্রদানের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।’
উল্লেখ্য, সারাদেশ থেকে সকল কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাদ জোহর ফায়ার সার্ভিসের সকল মসজিদে প্রয়াত ফায়ারফাইটারদের জন্য দোয়া করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি