বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন লিটন কুমার দাস

- আপডেট সময় : ১০:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন লিটন কুমার দাস। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্ণ মেয়াদে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটনের সামনে আমিরাত সিরিজ। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসানকে। তবে ডেপুটি হিসেবে মেহেদি দুটি সিরিজে দায়িত্ব পালন করবেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন লিটন। তার নেতৃত্বে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
দুটি সিরিজের ডেপুটি হিসেবে শেখ মেহেদির দায়িত্ব শেষ হলে পরবর্তীতে আরো কয়েকজনকে পর্যায়ক্রমে ডেপুটি হিসেবে দায়িত্ব দিয়ে যাচাই করা হবে এবং সবশেষ একজনকে বাছাই করা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
এছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন শান্ত ও তাওহীদ হৃদয়। দুজনই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি। অন্যদিকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল ও তাসকিন আহমেদ।