ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রেফারিদের জন্যে নতুন নিয়ম ফিফার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেফারিদের জন্য নতুন নিয়ম আসছে। ক্লাব বিশ্বকাপে রেফারিদের সঙ্গে থাকছে বিশেষ ক্যামেরা। এই প্রতিযোগিতাতেই বদলাচ্ছে ফুটবলের একটি নিয়মও। ক্লাব বিশ্বকাপ হবে এক মাস ধরে। অংশগ্রহণ করবে ৩২টি দল।

ফিফার নতুন সিদ্ধান্ত। এ বার ক্যামেরা নিয়ে ম্যাচ পরিচালনা করবেন রেফারিরা। ক্লাব বিশ্বকাপে রেফারিদের সঙ্গে থাকবে ভিডিয়ো ক্যামেরা বা ‘বডি ক্যাম’। কলকাতা ট্র্যাফিক পুলিশের সার্জেন্টরা যে ধরনের ‘বডি ক্যাম’ ব্যবহার করেন, অনেকটা তেমন ক্যামেরা নিয়ে ম্যাচ পরিচালনা করবেন রেফারিরা। ফুটবলের একটি নিয়ম পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গোলরক্ষকেরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে কর্নার পাবে প্রতিপক্ষ দল।

ক্লাব বিশ্বকাপ হবে এক মাস ধরে। অংশগ্রহণ করবে ৩২টি দল। এ বারই প্রথম এই প্রতিযোগিতা হবে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার মতো করে। এই প্রতিযোগিতাতেই ফুটবলপ্রেমীরা খেলা দেখতে পাবেন রেফারির চোখে। অর্থাৎ, একজন রেফারি মাঠে যে ভাবে খেলা বা ফুটবলারদের গতিবিধির উপর নজর রাখেন, দর্শকেরাও সে ভাবে দেখতে পাবেন। ফিফার আশা, ‘বডি ক্যাম’-এর ব্যবহার ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলবে দর্শকদের কাছে। আগামী ১৪ জুন শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল হবে ১৩ জুলাই। আমেরিকার ১১টি শহরে ১২টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলি।

আমেরিকায় হবে ক্লাব বিশ্বকাপ। প্রতিযোগিতার জন্য মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা ঘোষণা করেছে ফিফা। তাঁদের মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিয়ো ম্যাচ অফিশিয়াল বা ভিএআর রেফারি। ৪১টি দেশের ম্যাচ অফিশিয়ালেরা ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন।

ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা বলেছেন, ‘মূলত দর্শকদের কথা ভেবেই রেফারিদের ‘বডি ক্যাম’ দেওয়া হবে। এর ফলে দর্শকেরা ফুটবল দেখার নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমন কিছু ছবি তাঁরা দেখতে পাবেন, যা আগে কখনও তাঁরা দেখেননি। একই সঙ্গে রেফারিদের প্রশিক্ষণের ক্ষেত্রেও সাহায্য করবে ‘বডি ক্যাম’-এর ছবি। তা ছাড়া রেফারিরা ম্যাচ পরিচালনার সময় কী দেখছেন, তা-ও অনেকটা বোঝা যাবে। এটাও গুরুত্বপূর্ণ।’

নিউজটি শেয়ার করুন

রেফারিদের জন্যে নতুন নিয়ম ফিফার

আপডেট সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

রেফারিদের জন্য নতুন নিয়ম আসছে। ক্লাব বিশ্বকাপে রেফারিদের সঙ্গে থাকছে বিশেষ ক্যামেরা। এই প্রতিযোগিতাতেই বদলাচ্ছে ফুটবলের একটি নিয়মও। ক্লাব বিশ্বকাপ হবে এক মাস ধরে। অংশগ্রহণ করবে ৩২টি দল।

ফিফার নতুন সিদ্ধান্ত। এ বার ক্যামেরা নিয়ে ম্যাচ পরিচালনা করবেন রেফারিরা। ক্লাব বিশ্বকাপে রেফারিদের সঙ্গে থাকবে ভিডিয়ো ক্যামেরা বা ‘বডি ক্যাম’। কলকাতা ট্র্যাফিক পুলিশের সার্জেন্টরা যে ধরনের ‘বডি ক্যাম’ ব্যবহার করেন, অনেকটা তেমন ক্যামেরা নিয়ে ম্যাচ পরিচালনা করবেন রেফারিরা। ফুটবলের একটি নিয়ম পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গোলরক্ষকেরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে কর্নার পাবে প্রতিপক্ষ দল।

ক্লাব বিশ্বকাপ হবে এক মাস ধরে। অংশগ্রহণ করবে ৩২টি দল। এ বারই প্রথম এই প্রতিযোগিতা হবে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার মতো করে। এই প্রতিযোগিতাতেই ফুটবলপ্রেমীরা খেলা দেখতে পাবেন রেফারির চোখে। অর্থাৎ, একজন রেফারি মাঠে যে ভাবে খেলা বা ফুটবলারদের গতিবিধির উপর নজর রাখেন, দর্শকেরাও সে ভাবে দেখতে পাবেন। ফিফার আশা, ‘বডি ক্যাম’-এর ব্যবহার ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলবে দর্শকদের কাছে। আগামী ১৪ জুন শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল হবে ১৩ জুলাই। আমেরিকার ১১টি শহরে ১২টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলি।

আমেরিকায় হবে ক্লাব বিশ্বকাপ। প্রতিযোগিতার জন্য মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা ঘোষণা করেছে ফিফা। তাঁদের মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিয়ো ম্যাচ অফিশিয়াল বা ভিএআর রেফারি। ৪১টি দেশের ম্যাচ অফিশিয়ালেরা ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন।

ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা বলেছেন, ‘মূলত দর্শকদের কথা ভেবেই রেফারিদের ‘বডি ক্যাম’ দেওয়া হবে। এর ফলে দর্শকেরা ফুটবল দেখার নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমন কিছু ছবি তাঁরা দেখতে পাবেন, যা আগে কখনও তাঁরা দেখেননি। একই সঙ্গে রেফারিদের প্রশিক্ষণের ক্ষেত্রেও সাহায্য করবে ‘বডি ক্যাম’-এর ছবি। তা ছাড়া রেফারিরা ম্যাচ পরিচালনার সময় কী দেখছেন, তা-ও অনেকটা বোঝা যাবে। এটাও গুরুত্বপূর্ণ।’