জয়ে ফিরলো মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ

- আপডেট সময় : ১১:১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

তিন ম্যাচের জয়হীন ধারা শেষে অবশেষে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে রোববার (৪ মে) রাতে চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হাভিয়ের মাশচেরানোর দল। এই ম্যাচে গোল পেয়েছেন দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
ঘরের মাঠে আগের ম্যাচে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যানকুভারের কাছে ৩-১ গোলে হারের পর সমালোচনার মুখে পড়েছিল মায়ামি। তবে এদিন নিজেদের চেহারা পাল্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ‘দ্য হিরন্স’রা।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। ৯ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন ফাফা পিকল্ট। এরপর ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মার্সেলো ওইনগাড। ৩৯ মিনিটে নিজেই গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন সুয়ারেজ। বিরতির ঠিক আগে নিউইয়র্কের হয়ে একটি গোল শোধ করেন এরিক চুপো মটিং।
বিরতির পরও দাপট ধরে রাখে মায়ামি। প্রতিপক্ষের রক্ষণভাগে বারবার চাপ তৈরি করে শেষ পর্যন্ত ৮৫ মিনিটে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে নেয় মায়ামি।
ম্যাচে বল দখলের লড়াইয়ে মায়ামি এগিয়ে ছিল ৫৩ শতাংশ সময়। তারা মোট ১২টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে এবং ৪টি ছিল সফল। অন্যদিকে রেড বুলস ১০টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে, যার মধ্যে একটিই ছিল সফল।
এই জয়ের মাধ্যমে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। দুই কনফারেন্স মিলিয়ে তাদের অবস্থান এখন পঞ্চম। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে।
আগামী ১১ মে মেজর লিগ সকারে পরবর্তী ম্যাচে মিনেসোটার বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।