দক্ষিণ সুদানে হাসপাতালে বোমা হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১১:১৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

দক্ষিণ সুদানের একটি হাসপাতালে বোমা হামলায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে চিকিৎসা দাতব্য সংস্থা অল ডক্টরস উইদাউট বর্ডার্স।
সংস্থাটির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলায় ওল্ড ফাঙ্গাক শহরের একমাত্র সক্রিয় হাসপাতাল ও ফার্মেসি ধ্বংস হয়ে গেছে।
এক্স বার্তায় বোমা হামলা বন্ধ, বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যসেবা সুরক্ষার আহ্বান জানায় সংস্থাটি। সেইসাথে শনিবারের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পর শহরটির একটি বাজার এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়া। তবে হাসপাতাল লক্ষ্য করে হামলার কারণ এখনও জানা যায়নি।
এদিকে, দক্ষিণ সুদান নতুন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বলে সম্প্রতি সতর্ক করেছে জাতিসংঘ।