‘খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে’

- আপডেট সময় : ১২:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

আজ দেশের জন্য ও জনগণের জন্য একটি উল্লেখযোগ্য দিন। চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে—এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (মঙ্গলবার, ৬ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে প্রবেশের সময় গণমাধ্যমে একথা জানান বিএনপির মহাসচিব।
আজ সকাল ১০টায় ঢাকায় অবতরণ করবে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্স। তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ শামেলা রহমান ও ডা. জুবাইদা রহমানসহ ১৫ জন।
বিমানবন্দর থেকে খিলক্ষেত, আর্মি স্টেডিয়াম, বনানী হয়ে গুলশান-২ এর বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এসময় রাস্তায় দুই পাশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন।
এ অবস্থায় বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা ঘিরে এসএসসি পরীক্ষার্থীদের যেন কোন অসুবিধা না হয় সেজন্য বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের না নেমে ফুটপাতে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।