হত্যাচেষ্টা মামলায় তাপসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলশান থানার এক ভ্যানচালককে হত্যাচেষ্টার মামলায় গান বাংলার মালিক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বুধবার, ৭ মে) সকালে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন।
এদিন সকালে প্রথমে আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘জুলাই আগস্টের সময় গুলশানের এক ভ্যানচালককে হাসপাতালে চিকিৎসা দিতে না দেওয়া ও পরে পায়ে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ তাপসের বিরুদ্ধে।’
এরপর বৈষম্যবিরোধী অন্যান্য মামলায় কোর্টে আনা হয় নিওন ফার্মাসিউটিক্যাল গ্রুপের এমডি আব্দুস সালাম, আওয়ামী লীগ থানা সদস্য সিকদার লিটন, মাহমুদুর রহমান তুহিন ও আশা আক্তারকে।
প্লট জালিয়াতি থেকে শুরু করে নানা অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে তারা যুক্ত বলে দাবি করেন আইনজীবী।