একনেকে ৩ হাজার ৭৬৫ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন

- আপডেট সময় : ০৫:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি-একনেক। আজ (বুধবার, ৭ মে) সকালে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়।
দুপুরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ, সক্ষমতা বৃদ্ধিকরণ ও ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিস্থাপনসহ ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
একনেকে পাস হওয়া মানে প্রকল্পের ছাড়পত্র নয় মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে যাচাই-বাছাই করেই প্রকল্পগুলো অনুমোদন দেয়া হবে।’
সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি যাতে না হয় সেজন্য নজরদারি রাখার আহ্বান জানান তিনি। এছাড়াও, একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ইতিমধ্যে অনুমোদিত ১১টি প্রকল্প সম্পর্কে সদস্যদের অবহিত করেন।