কক্সবাজার বিমানবন্দরে পরীক্ষামূলক আন্তর্জাতিক ফ্লাইট শুরু

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে

মিয়ানমারের ৩৪ বিজিপি-সেনা সদস্যকে বিমানে ফেরত পাঠানোর মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আগামী জুনেই এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূইয়া বলেন, ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাস্টমস-ইমিগ্রেশন করেই তো বাইরে যায়। তো এই সনমস্ত প্রসিজার লিমিটেড স্কেলে হলেও তো টেম্পরারি ওখানে বসাচ্ছি ওখানে সব। তো এটা আন্তর্জাতিকভাবে চালু হওয়ার আগে একটা ট্রায়াল হয়ে গেল আরকি।’