ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসায় বেড়েছে গরমের দাপট। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৩৬ ডিগ্রির ঘর। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এরমধ্যেই ৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে দিনে গরমের অনুভূতিও বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে এই সময়ে সারাদেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরদিন শুক্রবার (৯ মে) সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে এই সময়েও সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এদিকে শনি ও রোববার (১০-১১ মে) বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দু’দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে দু’দিনই সারাদেশে তাপপ্রবাহের দাপট থাকতে পারে।

অন্যদিকে আগামী সোমবার (১২ মে) সকাল ৯টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে খুলনার কয়রায় ৪১ মিলিমিটার ছাড়াও যশোরে ২১, গোপালগঞ্জ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০, রংপুরে ১৭, নীলফামারীর ডিমলায় ১২, মোংলায় ৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আপডেট সময় : ০৩:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসায় বেড়েছে গরমের দাপট। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৩৬ ডিগ্রির ঘর। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এরমধ্যেই ৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে দিনে গরমের অনুভূতিও বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে এই সময়ে সারাদেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরদিন শুক্রবার (৯ মে) সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে এই সময়েও সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এদিকে শনি ও রোববার (১০-১১ মে) বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দু’দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে দু’দিনই সারাদেশে তাপপ্রবাহের দাপট থাকতে পারে।

অন্যদিকে আগামী সোমবার (১২ মে) সকাল ৯টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে খুলনার কয়রায় ৪১ মিলিমিটার ছাড়াও যশোরে ২১, গোপালগঞ্জ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০, রংপুরে ১৭, নীলফামারীর ডিমলায় ১২, মোংলায় ৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।