কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪৪ জনকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ (বুধবার, ৭ মে) ভোররাতে তাদের ‘পুশব্যাক’ করা হয়। পরে বিজিবি ও পুলিশ তাদের বিভিন্ন স্থান থেকে আটক করে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, আটকদের মধ্যে ৮ জন বাংলাদেশি এবং বাকি ৩৬ জন রোহিঙ্গা বলে ধারণা করে যাচাই-বাছাই করা হচ্ছে। এদের মধ্যে ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জন এবং রৌমারী সীমান্তে ৩০ জনকে আটক করা হয়।
ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আটককৃত ১৪ জনের মধ্যে ৮ নারী ও শিশু রয়েছে। তারা সবাই রোহিঙ্গা বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।
এদিকে রৌমারী থানার ওসি (তদন্ত) নন্দলাল চৌধুরী নিশ্চিত করেছেন, পুলিশ ঘোরাঘুরি সময় ‘পুশব্যাক’ হওয়া একজন বাংলাদেশিকে এবং দুই জন রোহিঙ্গাসহ ৩ জনকে আটক করেছে। এ ছাড়া বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ২৭ জনকে আটক করেছে বিজিবি। এদের বর্তমানে রৌমারী সদরে অবস্থিত বিজিবির কোম্পানি সদর দপ্তরে রাখা হয়েছে।