ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাকিস্তানি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার মধ্যরাতে হামলার ঘটনায় ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এ ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পাড় পাবে না।’

মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর পর এক বিবৃতিতে এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ বলেন, ‘কোনো উস্কানি ছাড়া ভারতের এ হামলার সুনির্দিষ্ট জবাব দেয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।’ শত্রুপক্ষকে কখনো তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পেহেলগাম হামলার জেরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে এই হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং আহত ৩৫।

হামলার পাল্টা জবাবে ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস করেছে ব্রিগেডের প্রধান কার্যালয়।

ভারতীয় সেনাবাহিনী তাদের ‘এক্স’-এ দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের দু’টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাকিস্তানি প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

মঙ্গলবার মধ্যরাতে হামলার ঘটনায় ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এ ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পাড় পাবে না।’

মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর পর এক বিবৃতিতে এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ বলেন, ‘কোনো উস্কানি ছাড়া ভারতের এ হামলার সুনির্দিষ্ট জবাব দেয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।’ শত্রুপক্ষকে কখনো তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পেহেলগাম হামলার জেরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে এই হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং আহত ৩৫।

হামলার পাল্টা জবাবে ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস করেছে ব্রিগেডের প্রধান কার্যালয়।

ভারতীয় সেনাবাহিনী তাদের ‘এক্স’-এ দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের দু’টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করে পাকিস্তান।