ভারতের হামলার পাল্টা জবাব পাকিস্তানের, ৫ যুদ্ধবিমান ভূপাতিত

- আপডেট সময় : ০১:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

কাশ্মীরের নয়টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে একটি রাফালসহ ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এছাড়াও ব্রিগেডের প্রধান কার্যালয় ধ্বংস করে দিয়েছে। হামলায় শ্রীনগরে তিন জন নিহত হয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায় ইসলামাবাদ ও পাঞ্জাবের সীমান্তবর্তী সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জিও টিভিকে নিশ্চিত করেছেন যে, ভারতীয় বিমান বাহিনীর সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে।
আইএসপিআরের ডিজি জানান, পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি আক্রমণ চালিয়েছে ভারত। যে সমস্ত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তার অধিকাংশই ছিল বেসামরিক প্রকৃতির। এর মধ্যে মসজিদও ছিল। হামলায় আশেপাশের আবাসিক কাঠামোরও ক্ষতি হয়েছে।
ভারতীয় সেনার শীর্ষ মুখপাত্র জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া বায়ুসেনার যুদ্ধবিমানগুলির মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি এসইউ৩০এমকেআই এবং একটি মিগ-২৯ ফুলক্রাম রয়েছে।
নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কয়েকটি সেক্টরে একাধিক পোস্টও ধ্বংস করেছে পাক সশস্ত্র বাহিনী। কার্যত সীমান্তে চলছে তীব্র গুলিবিনিময়, ভারতীয় সেনাদের অবস্থান ঘিরে রেখেছে পাক সেনা।
লেফটেন্যান্ট জেনারেল চৌধুরীর মতে, পাকিস্তানের মাটিতে ভারতের হামলার ফলে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানান। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের কাছে তিনি এ তথ্য জানান। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করার দাবিও জানিয়েছেন তিনি।
তিনি জানান, ভারত আগ্রাসী মনোভাব বাদ দিলে পাকিস্তান তাদের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন।
যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।
ভারতীয় হামলার বিস্তারিত
আহমদপুর পূর্ব ও মসজিদ সুবহানুল্লাহ – ১৩ জন শহীদ দুটো তিন বছরের মেয়ে, সাতটা মহিলা, চারজন পুরুষ। আহত ৩৭ | ৯ জন নারী, ২৮ জন পুরুষ।
মুজাফফরাবাদ, মসজিদ বিলাল- ৩ জন শহীদ। এতে এক কিশোরী ও এক ছেলে আহত হয়
কোটলি, মসজিদ আব্বাস— ১৬ বছরের কিশোরী, ১৮ বছরের কিশোর। আহত এক মা ও তার সন্তান
মুরিদকে, মসজিদ উম্মুল কুররা- ৩ জন শহীদ হন। আহত ১
শিয়ালকোট – কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
শকরগড়: কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, একটি ডিসপেনসারি ক্ষতিগ্রস্থ হয়েছে
পাকিস্তানের নীলম-ঝিলম জলবিদ্যুৎ প্রকল্পের নোসারি বাঁধে হামলা