ভারতে আর্টিলারি হামলা পাকিস্তানের, নিহত ১০

- আপডেট সময় : ০১:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতরা সামরিক নাকি বেসামরিক সে বিষয়ে কিছু জানা যায়নি। আজ (বুধবার, ৭ মে) এ হামলার ঘটনা ঘটেছে।
এর আগে গতকাল (মঙ্গলবার, ৬ মে) মধ্যরাতে পেহেলগাম হামলার জেরে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানের অন্তত ২৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।
ভারতীয় সেনাবাহিনী তাদের ‘এক্স’-এ দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের দু’টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।
এ হামলার জবাবে পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
যুদ্ধবিমান ভূপাতিত করা ছাড়াও ব্রিগেডের প্রধান কার্যালয় ধ্বংস করে দেয়ার কথাও জানিয়েছে পাকিস্তান। এ হামলায় শ্রীনগরে তিন জন নিহত হয়েছে বলে জানা গেছে। দুই দেশের মধ্যে চলমান সংঘাতের কারণে ইসলামাবাদ ও পাঞ্জাবের সীমান্তবর্তী সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।