১০ বছরেও ঘুচলোনা বার্সার আক্ষেপ; ফাইনালে ইন্টার মিলান

- আপডেট সময় : ০১:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৩৩৪ বার পড়া হয়েছে

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে বার্সেলোনাকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) ফাইনালে ইন্টার মিলান। সেমির দ্বিতীয় লেগে বার্সাকে ৪-৩ ব্যবধানে হারায় মিলান। তাতে গেলো দুই বছরেই পর পর ২টি ফাইনালে উঠলো ইতালিয়ান জায়ান্টরা। অন্যদিকে ১০ বছর ধরে ফাইনালে ওঠার আক্ষেপ ঘুচলো না বার্সেলোনার।
সান সিরোতে দুই আবহ, ফুটবল ম্যাচ শেষে কেউ আনন্দ উদযাপনে ব্যস্ত, কারও আবার বেদনা লুকানোর শত চেষ্টা।
চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমাঞ্চে ঠাসা, চ্যালেঞ্জে ভরপুর আর পেন্ডুলামের মতো দুলতে থাকা রুদ্বশ্বাস ম্যাচের ফলাফলে শেষমেষ ইন্টারের কপালই খুলেছে। ২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালিস্ট হয়ে শিরোপার এত কাছাকাছি ইন্টার মিলানের ফুটবলাররা।
অন্যদিকে মৌসুমে জ্যেতি ছড়ালেও স্বপ্নভঙ্গের যন্ত্রণায় লামিন ইয়ামাল, রাফিনহারা। লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলে ড্রয়ের পর দ্বিতীয় লেগেও প্রথমার্ধে পিছিয়ে পড়ে বার্সেলোনা।
তবে সব শেষ হয়েও যেন শেষ না হওয়ার গল্পই রচনা করতে চেয়েছিল কাতালান ক্লাবটি। গার্সিয়া, দানি এবং রাফিনহার নৈপুণ্যে দারুণ প্রত্যাবর্তনে শেষ দিকে এগিয়ে যায় বার্সেলোনা।
তবে ম্যাচের যোগ করা সময়ে নাটকীয়ভাবে বার্সার জাল কাপায় ইন্টারের ফ্রান্সেসকো। তাতে ৩-৩ হয় ম্যাচের স্কোর।
এরপরই জয়সূচক গোলটি করেন ডেভিড ফাত্তেসি। এতেই ইতি ঘটল মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের সম্ভাবনারও।