ভিসা চালুতে অগ্রগতির জন্য আমিরাতকে ধন্যবাদ ড. ইউনূসের

- আপডেট সময় : ১১:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ভিসা চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগতও জানিয়েছেন তিনি।
আজ (বুধবার, ৭ মে) যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ান।
রাষ্ট্রপতির নির্দেশে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ ও দুইদেশের বন্ধুত্ব আরও জোরদারের জন্য বাংলাদেশ সফরে আসার কথা উল্লেখ করে আল নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব ক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করতে চায় আরব আমিরাত।’
ভিসা ব্যবস্থা শিথিল করায় প্রধান উপদেষ্টা বলেন, ‘দরজা খোলার জন্য ধন্যবাদ। এখনও কিছু পদক্ষেপ নেয়া বাকি আছে।’
শিগগিরই সব সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি।