ইউক্রেন যুদ্ধে ‘বিরতি দিয়েছে’ রাশিয়া

- আপডেট সময় : ১২:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর করেছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে ইউক্রেন হামলা চালানো বন্ধ রাখা হয়েছে বলে রাশিয়ার পক্ষে জানানো হয়। তবে ইউক্রেন বলছে, রাশিয়া বোমা ছুড়েই চলেছে। যুদ্ধে কোনো বিরতি আসেনি। আজ সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও এর মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে গত ২৮ এপ্রিল এই যুদ্ধবিরতি ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৮, ৯ ও ১০ মে যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানিয়েছে, বুধবার স্থানীয় সময় মধ্যরাতে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর তিন ঘণ্টার মধ্যে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়া ইউক্রেনের উত্তরে বোমা ছুড়েছে।
গত মাসে ক্রেমলিনের পক্ষে যখন যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় কিয়েভ তখন তা প্রত্যাখ্যান করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের ঘোষণাকে নাটক বলে অভিহিত করেন।
পুতিন যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, সেই তিন দিনের মধ্যে এক দিন রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপনের দিন। ওইদিন অর্থাৎ ৯ মে একটি ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ বেশ কয়েকটি দেশের নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে চীনের শি জিনপিংও অন্তর্ভুক্ত রয়েছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশকিছু এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। চলতি বছরে জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এই যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে দুই পক্ষের সঙ্গেই কথা বলেছে ট্রাম্প প্রশাসন। তবে এখনো কোনো সমাধান আসেনি।