তিন দেশে সফর বাতিল করলেন মোদি

- আপডেট সময় : ১২:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

পাকিস্তানে হামলা চালানোর পর ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র: হিন্দুস্তান টাইমস।
আগামী ১৩ থেকে ১৭ মে এসব দেশে সফরের পরিকল্পনা ছিল মোদির। মূলত নরওয়েতে আয়োজিত নর্ডিক সম্মেলনে ভারতের সহ-সভাপতিত্ব করার কথা ছিল।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোরে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোর ওপর ভারতের সামরিক হামলার পর নয়াদিল্লি তিনটি দেশে সফর বাতিল করেছেন।
নরেন্দ্র মোদির বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর তার সফর স্থগিতের এই ঘোষণা এসেছে।
পাকিস্তানের ৯টি স্থানে ভারতের সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নামের এই অভিযানের প্রশংসা করেছেন মোদি। মন্ত্রিসভার বৈঠকে ভারতের তিন বাহিনীর যৌথ এই অভিযানকে ‘‘গর্বের মুহূর্ত’’ বলে ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
ভারতের এই প্রধানমন্ত্রী পাকিস্তানে নিখুঁত এবং সুপরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন। এই অভিযানে ভুল হয়নি এবং সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে।