পূর্ণ বিশ্রামে বেগম খালেদা জিয়া

- আপডেট সময় : ০১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শ মতো পূর্ণ বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, তিনি ভালো আছেন।
গত মঙ্গলবার চেয়ারপার্সন দীর্ঘসময় ভ্রমণ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ড পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে। সেই অনুযায়ী এখন তিনি বিশ্রামে রয়েছেন।
চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।
বিএনপির চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।
সুস্থ খালেদা জিয়াকে দেখতে গত দুইদিন তার পরিবারের লোকজন ও নিকট আত্মীয়-স্বজন ছাড়া তেমন কেউ বাসায় যাননি। পরিবারের লোকজনের সঙ্গে তিনি খোশ মেজাজে সময় কাটাচ্ছেন।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বেগম খালেদা জিয়া বেশ ফুরফুরে মেজাজে আছেন। লন্ডনের ডাক্তাররা তাকে একটানা বসে না থেকে কিছুটা হাঁটাচলার পরামর্শ দিয়েছেন। বোর্ডের সদস্যরা নিয়ম করে বাসায় ফলোআপ করে যাচ্ছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের পুরো বিষয় সমন্বয় করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকদের পরামর্শে বাসায় তৈরি খাবার পরিবেশন করা হচ্ছে বিএনপি প্রধানকে।
এর আগে যুক্তরাজ্যে চার মাস চিকিৎসা শেষে ৬ মে দুপুরে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি অগণিত নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার আবেগাপ্লুত সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। সঙ্গে আসেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শার্মিলা রহমান।