ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অপারেশন সিঁদুরে পাকিস্তানে শতাধিক নিহত, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানে হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ বৃহস্পতিবার ভারতের সর্বদলীয় বৈঠকে এই তথ্য জানান তিনি। সরকারের মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন দলের বৈঠকে তিনি বলেন, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা চালানো হয়। এর জবাবে সন্ত্রাসীদের নির্মূল করতে ভারতীয় বাহিনী পাকিস্তানে অবস্থিত বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত রাতে জানানো হয়েছিল, হামলায় ৭০ জন নিহত হয়েছে। এবার খোদ মন্ত্রী জানালেন, মারা গেছে শতাধিক সন্ত্রাসী। এর আগে জানা যায়, এই হামলায় ৬০ জন সন্ত্রাসী আহত হয়েছে।

সন্ত্রাসীদের টার্গেট করে হামলায় ভারত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির বিরোধী দলের নেতারা। আজ বৃহস্পতিবার বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিদের বৈঠকে এই সমর্থন জানানো হয়। বৈঠক থেকে বেরিয়ে এই তথ্য জানান ভারতের প্রধান বিরোধ দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

এনডিটিভি বলছে, কঠিন এই পরিস্থিতিতে দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তা বিরোধী দলগুলোর প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যেরা।

গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও তাদের অধিকৃত কাশ্মীরের মোট ন’টি জায়গায় হামলা চালায় ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানের খুঁটিনাটি বিরোধী দলগুলোর প্রতিনিধিদের ব্যাখ্যা করা হয় আজকের বৈঠকে।

তবে বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণসহ মন্ত্রিসভার অন্য সদস্যেরা।

এতে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের তরফ থেকে বৈঠকে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া ডিএমকের তরফে উপস্থিত ছিলেন টিআর বালু, আম আদমি পার্টির (এএপি) তরফে সঞ্জয় সিংহ, শিবসেনার (উদ্ভব ঠাকরে) তরফে সঞ্জয় রাউত, এনসিপি (এসপি)-র তরফে সুপ্রিয়া সুলে।

নিউজটি শেয়ার করুন

অপারেশন সিঁদুরে পাকিস্তানে শতাধিক নিহত, দাবি ভারতের

আপডেট সময় : ০৩:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

পাকিস্তানে হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ বৃহস্পতিবার ভারতের সর্বদলীয় বৈঠকে এই তথ্য জানান তিনি। সরকারের মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন দলের বৈঠকে তিনি বলেন, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা চালানো হয়। এর জবাবে সন্ত্রাসীদের নির্মূল করতে ভারতীয় বাহিনী পাকিস্তানে অবস্থিত বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত রাতে জানানো হয়েছিল, হামলায় ৭০ জন নিহত হয়েছে। এবার খোদ মন্ত্রী জানালেন, মারা গেছে শতাধিক সন্ত্রাসী। এর আগে জানা যায়, এই হামলায় ৬০ জন সন্ত্রাসী আহত হয়েছে।

সন্ত্রাসীদের টার্গেট করে হামলায় ভারত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির বিরোধী দলের নেতারা। আজ বৃহস্পতিবার বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিদের বৈঠকে এই সমর্থন জানানো হয়। বৈঠক থেকে বেরিয়ে এই তথ্য জানান ভারতের প্রধান বিরোধ দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

এনডিটিভি বলছে, কঠিন এই পরিস্থিতিতে দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তা বিরোধী দলগুলোর প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যেরা।

গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও তাদের অধিকৃত কাশ্মীরের মোট ন’টি জায়গায় হামলা চালায় ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানের খুঁটিনাটি বিরোধী দলগুলোর প্রতিনিধিদের ব্যাখ্যা করা হয় আজকের বৈঠকে।

তবে বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণসহ মন্ত্রিসভার অন্য সদস্যেরা।

এতে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের তরফ থেকে বৈঠকে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া ডিএমকের তরফে উপস্থিত ছিলেন টিআর বালু, আম আদমি পার্টির (এএপি) তরফে সঞ্জয় সিংহ, শিবসেনার (উদ্ভব ঠাকরে) তরফে সঞ্জয় রাউত, এনসিপি (এসপি)-র তরফে সুপ্রিয়া সুলে।