কেটে গেল ভিসা জটিলতা, হজ হলো আরও সহজ

- আপডেট সময় : ০৮:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর আশকোনার হজ ক্যাম্প। আল্লাহর ঘরের মেহমান হওয়ার প্রস্তুতি নিচ্ছেন হজযাত্রীরা। যাত্রার সময়েই সেলাইবিহীন সাদা কাপড়ে ইহরাম বেঁধেছেন তাদের অনেকেই ৷ ইহরাম বাধার নির্দিষ্ট স্থান সৌদি আরবের ইয়া লাম লাম কিংবা জুলহুলাইফা হলেও এই শুভ্রতার মিছিলে আগেই নিজেকে আবৃত করে নিয়েছেন সৃষ্টিকর্তার আবেগঘন ভালোবাসায়।
আশকোনা ক্যাম্পের পরিবেশ ও হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানানোর পাশাপাশি দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে খুশি যাত্রীরা।
হজযাত্রীদের জন্য এবার মোবাইল ব্যালেন্সের মাধ্যমে রোমিং প্যাক কেনার সুবিধা চালু করেছে গ্রামীণফোন। এতে করে হজ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিরা সহজেই দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। তবে, এ বিষয়ে প্রচার বাড়ানোর পরামর্শ হজ যাত্রী ও তাদের স্বজনদের।
এদিকে, ভিসা জটিলতা কমে আসার কথা জানিয়েছেন হজ পরিচালক মো. লোকমান হোসেন। ভিসা জটিলতায় শুরুর ফ্লাইটগুলোতে যেতে না পারা যাত্রীরাও সৌদি আরব পৌঁছাতে শুরু করেছেন বলে জানান তিনি। লোকমান হোসেন বলেন, ‘প্রথমদিকে ভিসা সংক্রান্ত কারণে কিছু হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি। পরবর্তীতে এই ভিসাগুলো হওয়ার পরে আমরা খুব দ্রুতই কিন্তু আমরা তাদের পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া এজেন্সিগত কারণে যে সমস্যা হয়েছে, সেগুলো দ্রুতই সমাধান করেছি।’
হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে চার অথবা পাঁচ জুন পালিত হবে পবিত্র হজ।