পাকিস্তানের সিনেমা-গান-ওয়েব সিরিজ সরানোর নির্দেশ ভারতে

- আপডেট সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের যাবতীয় সিনেমা, গান, ওয়েব সিরিজ ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে বলল দেশটির কেন্দ্রীয় সরকার। আজ বৃহস্পতিবার এই মর্মে বিবৃতি জারি করেছে দিল্লির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট বা এই ধরনের যে কোনো অনুষ্ঠান সম্প্রচারমাধ্যম থেকে সরিয়ে ফেলতে হবে। সাবস্ক্রিপশনের ভিত্তিতেও সেগুলো রাখা যাবে না। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার পরামর্শ দিয়েছে সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে, দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের পক্ষে ক্ষতিকারক বা হিংসা ছড়ায়–এমন বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। ভারতের সংহতি, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা বা সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর কোনো তথ্য যাতে সম্প্রচারিত ও প্রকাশিত না হয়, প্রচারকারী মাধ্যমগুলোকে তা মাথায় রাখতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারতে সংঘটিত অনেক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে বলে প্রমাণিত। সম্প্রতি ২২ এপ্রিল পেহেলগামে যে হামলা হলো, তাতে অনেক ভারতীয় এবং এক নেপালি নাগরিকের মৃত্যু হয়েছে। তাই জাতীয় সুরক্ষার কথা বিবেচনা করে সকল ওটিটি প্ল্যাটফর্ম, চ্যানেল ও প্রচারকারী মাধ্যমকে পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর ট্রেডমার্ক চেয়ে বুধবার আবেদন করেছিল মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তা ছাড়াও আরও ট্রেডমার্কের জন্য চারটি আবেদন জমা পড়ে সরকারের কাছে। প্রত্যেকেই জানিয়েছিলেন, তাঁরা মনোরঞ্জন, চলচ্চিত্র, ওয়েব সিরিজ নির্মাণ, শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ, প্রকাশনার জন্য ট্রেডমার্কের আবেদন করছেন। তা নিয়ে বিতর্ক শুরু হতেই বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে ওই আবেদন প্রত্যাহার করে রিলায়্যান্স।
এর মাঝেই পাকিস্তানি সিনেমা বা ওয়েব সিরিজ সরিয়ে নিতে বলল কেন্দ্র। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরসহ একাধিক সমাজমাধ্যম অ্যাকাউন্ট ভারতে ‘ব্লক’ করা হয়েছে। সিনেমা ও ক্রিকেট তারকাদের অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে।