পাক-ভারত উত্তেজনায় মুখ খুললেন ক্রিকেট কিংবদন্তিরা

- আপডেট সময় : ১২:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৩৩৩ বার পড়া হয়েছে

পাকিস্তান-ভারত যুদ্ধ নিয়ে সরব হয়েছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। অতীতে শুধু ক্রিকেট নিয়ে কথার লড়াই চললেও জম্মু-কাশ্মীরের ঘটনা নাড়া দিয়েছে দুই দেশের জনপ্রিয় ক্রিকেট তারকাদের। পাকিস্তানের শোয়েব আখতার থেকে শুরু করে গৌতম গাম্ভীর নিজ নিজ দেশের পক্ষ নিয়ে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে যুদ্ধ বন্ধের ডাক দেননি কেউই।
প্রতিবেশি রাষ্ট্র হিসেবে বন্ধু হওয়ার কথা, কিন্তু হয়েছে সম্পূর্ণ বিপরীত। জম্মু-কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ২০১৩ সালের পর থেকে নিজেদের মধ্যে রাজনৈতিক উত্তাপের কারণে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই দেশ। তবে রাজনৈতিক আলাপে তেমন সংশ্লিষ্টতা ছিল না ক্রিকেটারদের। কিন্তু পাল্টাপাল্টি হামলার ঘটনার পর এবার সেই বাধ ভেঙেছে।
‘ফেয়ারলেস ইন ইউনিটি। বন্ডলেস ইন স্ট্রেন্থ উই আর ওয়ান টিম’ দেশের পতাকার প্রতীক সম্বলিত পোস্টে এভাবেই ভারতের জয়গান গেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আর পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের বার্তা, দেশের জন্য তিনি গর্বিত। আহ্বান জানিয়েছেন সবাই মিলে দেশকে রক্ষার।
ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর যেন এককাঠি সরেস। জম্মু-কাশ্মীরে জঙ্গিবাদের অভিযোগ এনে পাকিস্তানের সঙ্গে সকল ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার তাগিদ দিয়েছেন তিনি। আর দেশকে প্রাণের চেয়েও প্রিয় উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আকতার।
এছাড়াও দেশের পক্ষে রাজনৈতিক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি পাকিস্তান সুপার লিগেও ম্যাচ শুরুর আগে সাধারণ জনগণের মৃত্যুর জন্য সহমর্মিতা জানানো হয়। সীমানার ওপারে ভারতে ইরফান-ইউসুফ পাঠান থেকে শুরু করে সুরেশ রায়না-ধাওয়ানরা আওয়াজ তুলেছেন নিজ দেশের হয়ে। এর মধ্যে বীরেন্দোর শেওয়াগের স্ট্যাটাসে ধর্মের বিষয়টি স্পষ্ট।
যার-যার দেশ নিয়ে ক্রিকেটাররা স্ট্যাটাস বা মন্তব্য করেছেন বটে। তবে দুই দেশে বহু জনপ্রিয় ক্রিকেটার থাকার পরেও যুদ্ধ বন্ধের ডাক দেননি কেউ।