পিএসএল থেকে নাহিদ রানা-রিশাদকে দেশে ফিরিয়ে আনছে বিসিবি

- আপডেট সময় : ০৮:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

পিএসএল খেলতে পাকিস্তানে থাকা দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে দেশে ফিরিয়ে আনছে বিসিবি। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। এদিকে চলতি মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজের আগে পাকিস্তানে পর্যবেক্ষক দল পাঠাবে বিসিবি।
পাক-ভারত যুদ্ধের হিংস্রতা রাজনীতির মাঠ ছাড়িয়ে আছড়ে পড়ছে ক্রিকেটের মাঠেও। তারই একটা খণ্ড চিত্র যেন দেখা গেল বৃহস্পতিবার। ভারতীয়দের ছোঁড়া ড্রোন আঘাত করে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায়।
এই মাঠেই রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। পেশোয়ারের হয়ে মাঠে নামার কথা বাংলাদেশি তারকা নাহিদ রানারও। ম্যাচ খেলতে পিন্ডিতেই অবস্থান করছিলেন দুই দলের ক্রিকেটাররা। ভারতীয়দের আচমকা এমন হামলায় যেন প্রাণ নিয়ে ফিরেছেন সবাই।
তাৎক্ষণিকভাবে পিএসএলের সবগুলো ম্যাচই সরিয়ে নেয়া হয়েছে করাচিতে। কিন্তু পাকিস্তানে থাকা নাহিদ রানা আর রিশাদ হোসেনকে নিয়ে আর ঝুঁকি নিতে চায় না বিসিবি।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, দেশে ফেরানো হচ্ছে দুই ক্রিকেটারকে। দুবাই হয়ে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবেন তারা। দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বিসিবি।
এমন পরিস্থিতিতে অনিশ্চয়তার দোলাচলে দুলছে চলতি মাসে অনুষ্ঠেয় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজও। বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খুব শিগগিরই পাকিস্তানে পর্যবেক্ষক টিম পাঠাবে বিসিবি। তাদের সবুজ সংকেতের ওপরই নির্ভর করবে পাকিস্তান সফরের ভবিষ্যৎ! সেটিও আগামী দুই-তিনদিনের মধ্যেই।
তবে পিন্ডিতে ড্রোন হামলার পর নতুন করে শঙ্কা তৈরি হয়েছে, এ পরিস্থিতিতে আদৌ পাকিস্তান সফরে যাওয়া উচিত হবে কি না বাংলাদেশ দলের!