ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারত-পাকিস্তান ইস্যুতে সতর্কতা জারি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই অবস্থায় ইসরায়েল তার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। বিশেষ করে কাশ্মীর অঞ্চলে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন থেকে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নাগরিকদের কাশ্মীর সফর থেকে বিরত থাকতে হবে, তবে লাদাখ অঞ্চল এর আওতাভুক্ত নয়। যারা বর্তমানে কাশ্মীরে অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, আজ ভারত ও পাকিস্তান কন্ট্রোল লাইনে ভারী গোলাগুলি চালিয়েছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

এই ঘটনা এমন সময় ঘটল যখন দুই সপ্তাহ আগে ভারত অভিযোগ তোলে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে তাদের ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। পাকিস্তান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তান ইস্যুতে সতর্কতা জারি ইসরায়েলের

আপডেট সময় : ১২:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই অবস্থায় ইসরায়েল তার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। বিশেষ করে কাশ্মীর অঞ্চলে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন থেকে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নাগরিকদের কাশ্মীর সফর থেকে বিরত থাকতে হবে, তবে লাদাখ অঞ্চল এর আওতাভুক্ত নয়। যারা বর্তমানে কাশ্মীরে অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, আজ ভারত ও পাকিস্তান কন্ট্রোল লাইনে ভারী গোলাগুলি চালিয়েছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

এই ঘটনা এমন সময় ঘটল যখন দুই সপ্তাহ আগে ভারত অভিযোগ তোলে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে তাদের ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। পাকিস্তান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।