পাকিস্তান সেনাবাহিনী ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

গতকাল বৃহস্পতিবার ৮ মে সন্ধ্যার মধ্যে ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, তার পর থেকে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে পাকিস্তানী নিরাপত্তা সূত্র জানিয়েছে।
সূত্রের খবর, ৮ মে সন্ধ্যা পর্যন্ত ২৯টি ড্রোন গুলি করে নামানো হয়। এরপর থেকে গতকাল রাত থেকে আজ শুক্রবার দুপুরের মধ্যে আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলি শত্রুতামূলক নজরদারি এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় আগ্রাসনের ‘সমুচিত জবাব’ দিচ্ছে পাক সেনাবাহিনী।