ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান বাড়ানো এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ দখল নিয়ে ইসরায়েলের পরিকল্পনাকে ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে সৌদি আরব। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদন বলছে, সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত ইসরায়েলি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ গত সোমবার গাজার কিছু অংশ দখল, ভূখণ্ডের দক্ষিণে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং মানবিক সাহায্য বিতরণ নিয়ন্ত্রণের জন্য একটি নতুন স্থল অভিযানের অনুমোদন দেয়। ইসরায়েলি সেনাবাহিনী কয়েক হাজার রিজার্ভ সেনা ডেকেছে।

এই ঘোষণার ফলে ব্যাপক আন্তর্জাতিক নিন্দার ঝড় উঠেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের যেকোনো প্রচেষ্টার দৃঢ় বিরোধিতা করছে এবং আন্তর্জাতিক প্রস্তাব মেনে চলতে ব্যর্থতার জন্য ইসরায়েলকে জবাবদিহি করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরব আন্তর্জাতিক বৈধতা, আরব শান্তি উদ্যোগ এবং ১৯৬৭ সালের সীমান্তে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি স্বার্থের প্রতি অটল সমর্থন অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল সৌদি

আপডেট সময় : ০২:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান বাড়ানো এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ দখল নিয়ে ইসরায়েলের পরিকল্পনাকে ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে সৌদি আরব। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদন বলছে, সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত ইসরায়েলি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ গত সোমবার গাজার কিছু অংশ দখল, ভূখণ্ডের দক্ষিণে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং মানবিক সাহায্য বিতরণ নিয়ন্ত্রণের জন্য একটি নতুন স্থল অভিযানের অনুমোদন দেয়। ইসরায়েলি সেনাবাহিনী কয়েক হাজার রিজার্ভ সেনা ডেকেছে।

এই ঘোষণার ফলে ব্যাপক আন্তর্জাতিক নিন্দার ঝড় উঠেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের যেকোনো প্রচেষ্টার দৃঢ় বিরোধিতা করছে এবং আন্তর্জাতিক প্রস্তাব মেনে চলতে ব্যর্থতার জন্য ইসরায়েলকে জবাবদিহি করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরব আন্তর্জাতিক বৈধতা, আরব শান্তি উদ্যোগ এবং ১৯৬৭ সালের সীমান্তে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি স্বার্থের প্রতি অটল সমর্থন অব্যাহত রেখেছে।