মূল্যবোধ, সুবিচার ও জনগণের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। জুলাই চেতনাকে সঙ্গী করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এই সংগঠনটির। শহীদ ওসমান পাটোয়ারির বাবার মাধ্যমে ঘোষিত হয় ৮২ সদস্যের কমিটি। বক্তারা দাবি করেন, এটি কেবল একটি দল নয়, জনগণের নতুন আশ্রয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। সংগঠনটি ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্য ও ন্যায়ের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চায় বলে জানান সংগঠকরা।
যখন আশার প্রদীপ নিভু নিভু করে, তখনই নতুন দীপ্তি জন্ম নেয়। ২৪ যেন তারই প্রমাণ। ‘বিকল্প আমি’ বলা তরুণরা এখন রাজনীতিতে। কেন্দ্রীয় শহীদ মিনারে সেই বিকল্পের নাম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’।
জুলাই চেতনা ধারন করে এই সংগঠন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে মূল্যবোধ, সুবিচার ও জনগণের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবে বলে জানায় আপ বাংলাদেশের সংগঠকরা।
এসময় শহীদ ওসমান পাটোয়ারির বাবা আব্দুর রহমান আপ বাংলাদেশের ৮২ জনের কেন্দ্রীয় কমিটি ঘোষনা করেন, যার আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মো. হিজবুল্লাহ এবং মুখপাত্র শাহরিন সুলতানা ইরা।
নেতাকর্মীরা বলছেন, এটি শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি ২৪ এর প্রত্যয়ে জনগণের মর্যাদা আদায়ের স্থান হয়ে উঠবে।
শহীদদের আত্মত্যাগকে কথা স্মরণ করে আমন্ত্রণ জানানো হয় জুলাই শহীদ পরিবারে সদস্যদের। তাদের কন্ঠে উঠে আসে গণহত্যার শিকার পরিবার গুলোর নিঃস্ব হবার গল্প। বলেন, ‘অবিলম্বে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
এসময় পিলখানা, শাপলার রক্তের বিচারসহ জুলাই গণহত্যার বিচার দাবি করা হয় এবং সরকারকে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আপ বাংলাদেশ বলছে, সব ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে জুলাইয়ের চেতনায় সংগঠনটি এগিয়ে যাবে।