রাসিকের সাবেক মেয়র লিটনের এপিএস গ্রেপ্তার

- আপডেট সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৩৩৮ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এপিএস আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রাম থেকে আব্দুল ওয়াহেদ খান টিটুকে পুলিশ গ্রেপ্তার করে।
বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল ওয়াহেদ খান টিটু পালিয়ে বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়ে আছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার ভোরে তার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করা হয়। সাগর চৌধুরী ইউনিয়ন বিএনপির একটি ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত নেতা এবং নওগাঁ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ টিটু (৪০) রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।
এ বিষয়ে বদলগাছী থানা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আব্দুল ওয়াহেদ টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।