গতকাল বৃহস্পতিবার ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়ে আইপিএলে। জম্মু ও পাঠানকোট অঞ্চলে পাকিস্তানের চালানো ড্রোন হামলার পর সীমান্তের কাছাকাছি অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়।
রাজস্থানের ব্যাটিংয়ের সময় ১০.১ ওভার পেরিয়ে যেতে ধীরে ধীরে ফ্ল্যাডলাইটগুলো বন্ধ হতে থাকে। আম্পায়ার ও খেলোয়াড়রা তড়িঘড়ি করে মাঠ ছাড়েন। কিছুক্ষণ যেতেই নিরাপত্তার স্বার্থে ম্যাচটিকে বাতিল করা হয় এবং দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করেন আইপিএল চেয়ারম্যান আরুণ ধুমাল।
যখন খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আইপিএল কর্মী ও দর্শকদের স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন কেমন ছিল সেখানকার পরিস্থিতি? বিদেশি এক চিয়ারলিডারের শেয়ার করা ভিডিওতে উঠে এসেছে ভয়াবহ সে মুহূর্তের কথা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই চিয়ারলিডারের ভিডিও। তখন মাঠেই ছিলেন চিয়ার লিডার, মাঠে আলোও কিছু ছিল। তাঁর ভিডিও চলতে থাকা অবস্থাতেই মাঝপথে স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়।
ভিডিওর শুরুতে তাঁকে বলতে শোনা যায়, ‘খেলার মাঝপথেই পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হলো। ভয়ংকর একটা অভিজ্ঞতা এটা। সবাই চিৎকার করছিল, বোম আসছে। সত্যিই ভীষণ আতঙ্কের, ভাবলে গা শিউরে ওঠে।'
এমন মুহূর্তে স্টেডিয়ামের সব আলো নিভিয়ে দেওয়া হয়। চিয়ারলিডার সেদিকে একবার তাকিয়েই বলে যেতে থাকেন, 'আমরা তাড়াতাড়ি ধর্মশালা ছেড়ে যেতে চাই। আশা করি আইপিএল আয়োজকেরা আমাদের কথা ভাববে। জানি না এখনও কেন কেঁদে ফেলিনি, সম্ভবত এখনো হতবাক ভাবটা যায়নি বলে।'