ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘ধর্ম দিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।

‘গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। এর উদ্দেশ্য একটি, গণতন্ত্রের রাষ্ট্র চাই। সেখানে যে যার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমাদের একসঙ্গে থাকতে হবে’, যোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ১৯৭১ সালে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম। সেই সময় যে ভ্রাতৃত্ব ও ঐক্য নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, সেই বোধ, চেতনা ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে কোনো শক্তি যেন আমাদের বিভক্ত করতে না পারে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমরা একটা সংকটময় মুহূর্ত পার করছি, আমরা সবাই চায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে লড়াই করেছি। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে। সবার সমান অধিকার থাকবে। সে তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এ বিষয়টি আমরা চাই এবং আজকে সেই সুযোগ এসেছে। আমরা আশা করবো সবাই মিলে সেই সুযোগের সদব্যবহার করবো। বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করবো।’

বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পুর্নমিলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

‘ধর্ম দিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

আপডেট সময় : ০৯:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।

‘গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। এর উদ্দেশ্য একটি, গণতন্ত্রের রাষ্ট্র চাই। সেখানে যে যার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমাদের একসঙ্গে থাকতে হবে’, যোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ১৯৭১ সালে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম। সেই সময় যে ভ্রাতৃত্ব ও ঐক্য নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, সেই বোধ, চেতনা ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে কোনো শক্তি যেন আমাদের বিভক্ত করতে না পারে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমরা একটা সংকটময় মুহূর্ত পার করছি, আমরা সবাই চায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে লড়াই করেছি। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে। সবার সমান অধিকার থাকবে। সে তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এ বিষয়টি আমরা চাই এবং আজকে সেই সুযোগ এসেছে। আমরা আশা করবো সবাই মিলে সেই সুযোগের সদব্যবহার করবো। বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করবো।’

বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পুর্নমিলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা যোগ দেন।