হামাসের ভয়াবহ হামলা, নিহত ১৯ ইসরায়েলি সৈন্য

- আপডেট সময় : ০২:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৩৩৮ বার পড়া হয়েছে

দক্ষিণ গাজায় দুটি ইসরাইলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের ১৯ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড। বৃহস্পতিবার (০৯ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা।
হামাস জানিয়েছে, পূর্ব রাফাহের আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরাইলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। এতে সব সৈন্য নিহত হয়।
গোষ্ঠীটি আরও জানিয়েছে, একই পাড়ায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভিতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা ১২ জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-আর্মর শেল দিয়ে হামলা চালিয়েছে।
বাড়ির ভিতরে বিস্ফোরণের কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে হামাসের এই সশস্ত্র শাখা। গোষ্ঠীটি বলছে, মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে তারা। ইসরায়েলি সেনাদের সাথে “তীব্র যুদ্ধ” চলছে পূর্ব রাফাহর আল-জেনিনা পাড়ায়। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।
সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট ৮৫৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া এ সময়ের মধ্যে আহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৭ জনে। সূত্র: মিডিল ইস্ট মনিটর