ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খুলে দেয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / ৩৩২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের আকাশসীমা সব ধরনের বিমান চলাচলের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ (শনিবার, ১০ মে) যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় তারা।

এর আগে আজ বিকেলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দু’দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

এদিকে ট্রাম্পের ঘোষণা নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার শনিবার জানিয়েছেন, পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ‘অবিলম্বে এই যুদ্ধ বিরতি কার্যকর হবে।’

ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানায়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, ‘পাকিস্তান ও ভারত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে,যা অবিলম্বে কার্যকর হবে। পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপারে কোনো প্রকার আপোস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে সব সময় সংগ্রাম চালিয়ে আসছে।’

এছাড়া শান্তির পথ বেছে নেয়ায় ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।

নিউজটি শেয়ার করুন

খুলে দেয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা

আপডেট সময় : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

পাকিস্তানের আকাশসীমা সব ধরনের বিমান চলাচলের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ (শনিবার, ১০ মে) যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় তারা।

এর আগে আজ বিকেলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দু’দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

এদিকে ট্রাম্পের ঘোষণা নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার শনিবার জানিয়েছেন, পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ‘অবিলম্বে এই যুদ্ধ বিরতি কার্যকর হবে।’

ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানায়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, ‘পাকিস্তান ও ভারত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে,যা অবিলম্বে কার্যকর হবে। পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপারে কোনো প্রকার আপোস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে সব সময় সংগ্রাম চালিয়ে আসছে।’

এছাড়া শান্তির পথ বেছে নেয়ায় ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।