২০৩১ আসর থেকে নারী ফুটবল বিশ্বকাপ ৪৮ দলে বাড়ানোর ঘোষণা দিয়েছে ফিফা। ৩২ দল থেকে এক লাফে বাড়ছে ১৬টি দল। এর আগে ২০২৭ সালে ব্রাজিলে বসবে নারী বিশ্বকাপের আসর যেখানে খেলবে ৩২ দল। স্বাভাবিকভাবে ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়াবে ৬৪ থেকে ১০৪ এ।
টুর্নামেন্টের মেয়াদকালও এক সপ্তাহ বাড়বে। ২০৩১ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ও ২০৩৫ যুক্তরাজ্য বিশ্বকাপেও একই নিয়ম থাকবে।
প্রথম নারী বিশ্বকাপের আসর বসে ১৯৯১ সালে সেই আসলে অংশ নেয় ১২ দেশ। এরপর ১৯৯৯ সালে তা বাড়িয়ে ১৬ দলে উন্নীত করা হয়।
এরপর ২০১৫ ও ১৯ আসরে ২৪ দল সর্বশেষ ২০২৩ বিশ্বকাপ হয়েছে ৩২ দলের।