নিউজিল্যান্ড এ দলকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশের। শেষ ওয়ানডেতে ৪ উইকেটে হারলো স্বাগতিকরা। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচের মত সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৬ রানে ফিরে যান দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল বিজয়। সাইফ হাসান ও ইয়াসির রাব্বির ব্যাটে শুরুর বিপর্যয় কাটানোর চেষ্টা করে দল।
৩১ রান করে সাজঘরে ফেরেন সাইফ। এরপর আফিফ, অধিনায়ক সোহান ও মোসাদ্দেক সৈকত ব্যাট হাতে ব্যর্থ হলে বিপদে পড়ে দল। তবে ইয়াসির রাব্বির পাশাপাশি শেষদিকে ফিফটি তুলে নেন স্পিনার নাসুম আহমেদ।
রাব্বির ব্যাটে আসে ৬৩ রান আর নাসুম করেন ৬৭ রান। অন্যদের ব্যর্থতায় ২২৬ রানে গুটিয়ে যায় দল। জবাব দিতে নেমে কিউই ব্যাটারদের সবাই দলের জয়ে ছোট ছোট অবদান রাখেন।
ফিফটি না পেলেও, ত্রিশোর্ধ্ব রান আসে ৪ জনের ব্যাটে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।