বিএনপি অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়: তারেক রহমান

- আপডেট সময় : ১১:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে

বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ১০ মে) লন্ডন থেকে দলের গুলশান কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। বাংলাদেশে আর যেন কোনো স্বৈরাচার সুযোগ না পায় এবং ভোটের সুযোগ কেউ যেন কুক্ষিগত করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।
শনিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপি। ঢাকা ও ঢাকার বাইরে থেকে বিশেষ করে পার্বত্য অঞ্চল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে।
এসময় দলের স্থায়ী কমিটির দুই সদস্য দেশের পরিবর্তন একমাত্র গণতান্ত্রিকভাবেই সম্ভব উল্লেখ করে সবক্ষেত্রে সহবস্থান বাজায় রাখার আহ্বান জানান।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির রাজনীতিকে একটি সমন্বয়ের রাজনীতি হিসেবে পেয়েছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে। সুতরাং আমরা যেন আমাদের রাজনৈতিক চর্চা, সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, সম্প্রীতি সবকিছুতে আমাদের এই চর্চাটাকে অব্যাহত রাখি।’
বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে আপনাদের সকলকে বাংলাদেশের সমান অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। যদিও কেউ কেউ নিজেদের স্বার্থে ক্ষুদ্র সম্প্রদায়কে ব্যবহার করে তাদের অনেক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে।’
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বুদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘সব ধর্মের, সব মতের মানুষ আমরা যেন সবাই একসঙ্গে মিলেমিশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে পারি। এজন্য রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র, গণতান্ত্রিক রীতি পদ্ধতি চর্চা এবং বাস্তবায়ন প্রয়োজন
নাগরিকদের প্রত্যক্ষ ভোটে বিএনপি এমন এক সরকার গঠন করতে চায় যাতে জবাবদিহিমূলক রাষ্ট্রগঠন করা হবে। এই ভোটের সুযোগ যেন কেউ কুক্ষিগত করে না রাখে সে ব্যাপারে সতর্ক থাকতে বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থে বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়। বিএনপি সরকারকে সফল দেখতে চায়। তবে এখানে একটি কথা রয়ে গেছে। সরকারের কার্যক্রম সম্পর্কে যেন জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে এ কারণে কিন্তু বিএনপি প্রথম থেকে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের একটি কর্মপরিকল্পনা-পথনকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে এসেছে।’
এসময় সরকারকে কাজের স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।