ভুয়া নাটকীয় সংবাদ দেখা বন্ধ করুন: সোনাক্ষী সিনহা

- আপডেট সময় : ০১:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদ পরিবেশনাকে তীব্রভাবে সমালোচনা করেছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি অভিযোগ করেন, দেশটির মূলধারার সংবাদমাধ্যম সেনা সংক্রান্ত স্পর্শকাতর বিষয়গুলোতেও ‘থিয়েট্রিকস’ বা নাটকীয়তা তৈরি করে চলেছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোনাক্ষী ইনস্টাগ্রাম পোস্টে বলেন, “আমাদের টেলিভিশন নিউজ চ্যানেলগুলো একটা রসিকতায় পরিণত হয়েছে। আমি এই অতিরঞ্জিত ভিজ্যুয়াল আর চিৎকার-চেঁচামেচিতে ভরা রিপোর্টিংয়ে বিরক্ত। আপনারা কী করছেন আসলে? সত্যটা যেমন আছে, ঠিক তেমনই বলুন।”
সেনা অভিযান বা সামরিক পরিস্থিতি ঘিরে চ্যানেলগুলোর চমকপ্রদ গ্রাফিকস, বিষ্ফোরণধর্মী শব্দ প্রয়োগ এবং আবেগে মোড়া উপস্থাপনারও কড়া সমালোচনা করেছেন তিনি। তার মতে, এসব উপস্থাপনা জনমনে অযথা ভীতি ও বিভ্রান্তি তৈরি করে।
সোনাক্ষী তার ফলোয়ারদের উদ্দেশে বলেন, “এই ভুয়া নাটকীয় সংবাদ দেখা বন্ধ করুন। এমন একটা বিশ্বাসযোগ্য সংবাদ উৎস বেছে নিন যেখান থেকে সত্য জানা যাবে।”
আরও পড়ুন: ভারত-পাকিস্তান সংকটের মাঝে কনসার্ট বাতিল করলেন শ্রেয়া
তিনি আরও বলেন, “যুদ্ধ নিয়ে এই ধরনের সস্তা নাটক বন্ধ করুন। মানুষ এমনিতেই আতঙ্কে আছে, তাদের আরও ভয় দেখানো কেন? খবর মানেই সত্য হওয়া উচিত, প্রপাগান্ডা নয়।”
সোনাক্ষীর এই পোস্ট এসেছে এমন এক সময়ে, যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একটি নতুন নির্দেশনা দিয়েছে সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উদ্দেশে। নির্দেশনায় বলা হয়েছে, সেনা চলাচল, সামরিক কৌশল বা অভিযান সংক্রান্ত তথ্য রিয়েলটাইমে সম্প্রচার করা যাবে না। কারণ, এতে করে জাতীয় নিরাপত্তা ও সামরিক গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে।
মন্ত্রণালয়ের মতে, অনেক সময় অপূর্ণাঙ্গ বা যাচাই না করা তথ্য সম্প্রচারের ফলে প্রতিপক্ষ সহজেই সেই তথ্য কাজে লাগাতে পারে। এই পরিস্থিতিতে সোনাক্ষীর সাংবাদিকতা নিয়ে সচেতনতার আহ্বান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যকে সময়োপযোগী ও সাহসী বলে প্রশংসা করছেন।