মারা গেছেন বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী

- আপডেট সময় : ০১:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ৩৩৩ বার পড়া হয়েছে

মারা গেছেন বরেণ্য সংগীতশিল্পী, গবেষক, লেখক মুস্তাফা জামান আব্বাসী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। আজ শনিবার ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুস্তাফা জামান আব্বাসীর মেয়ে সামিরা আব্বাসী এক ফেসবুক পোস্টে তাঁর বাবার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে বাবার সঙ্গে একটি ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে সুন্দরতম মানুষ চলে গেলেন।’
জানা গেছে, কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। গতকাল শুক্রবার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে মারা যান তিনি।
লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দীন আহমেদের ছেলে মুস্তাফা জামান আব্বাসী। তিনি ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে ৮ ডিসেম্বর ১৯৩৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোর কাল কলকাতায় কাটে। এই পরিবারটির সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল।
মুস্তাফা জামানের শিক্ষাজীবন কলকাতায় শুরু হয়। তিনি ১৯৫৯ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং ১৯৬০ খ্রিস্টাব্দে এমএ পাস করেন। তিনি সংগীতসাধনা ও সাহিত্যচর্চায় নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। সংগীতবিষয়ক গবেষণাতেও তিনি সিদ্ধহস্ত। তিনি বেতার ও টেলিভিশনে সংগীতবিষয়ক অনেক অনুষ্ঠান পরিচালনা করেছেন।