ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ৩৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১১ মে) দুপুরে নাসিরনগর উপজেলার টেকানগর, গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ ও ভলাকূটের দুর্গাপুর এবং আখাউড়ার রুটি ও বনগজ গ্রামে এ সব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রাজ্জাক (৩৫), শামছুল হুদা (৬৫) ও শেখ সেলিম (৬০), জামির খাঁ (২২) ও জাকিয়া বেগম (৮)।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, দুপুর ৩টার দিকে নাসিরনগরের টেকানগর এলাকায় জমিতে ধান কাটছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা পার্শ্ববর্তী একটি স্কুলে আশ্রয় নিতে যান। তবে আব্দুর রাজ্জাক স্কুলে পৌঁছাবার আগেই বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া একই সময়ে গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় মাঠে গরু চড়ানোর সময় বজ্রপাতে শামছুল হুদা নামে আরেক কৃষকের মৃত্যু হয়। এছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে ভলাকূট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় বজ্রপাত হলে শিশু জাকিয়ার মৃত্যু হয়।

এ দিকে, আখাউড়ার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে দুপুর ৩টার দিকে নিজ জমিতে ধান কেটে ফেরার পথে বজ্রপাতে সেলিম মিয়া নামে এক কৃষক মারা যান। এছাড়া একই সময়ে বনগজ গ্রামে ধান কাটতে জমিতে যাওয়ার সময় বজ্রপাতে কৃষক জামির খাঁর মৃত্যু হয় বলে জানায় আখাউড়া থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১১ মে) দুপুরে নাসিরনগর উপজেলার টেকানগর, গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ ও ভলাকূটের দুর্গাপুর এবং আখাউড়ার রুটি ও বনগজ গ্রামে এ সব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রাজ্জাক (৩৫), শামছুল হুদা (৬৫) ও শেখ সেলিম (৬০), জামির খাঁ (২২) ও জাকিয়া বেগম (৮)।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, দুপুর ৩টার দিকে নাসিরনগরের টেকানগর এলাকায় জমিতে ধান কাটছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা পার্শ্ববর্তী একটি স্কুলে আশ্রয় নিতে যান। তবে আব্দুর রাজ্জাক স্কুলে পৌঁছাবার আগেই বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া একই সময়ে গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় মাঠে গরু চড়ানোর সময় বজ্রপাতে শামছুল হুদা নামে আরেক কৃষকের মৃত্যু হয়। এছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে ভলাকূট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় বজ্রপাত হলে শিশু জাকিয়ার মৃত্যু হয়।

এ দিকে, আখাউড়ার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে দুপুর ৩টার দিকে নিজ জমিতে ধান কেটে ফেরার পথে বজ্রপাতে সেলিম মিয়া নামে এক কৃষক মারা যান। এছাড়া একই সময়ে বনগজ গ্রামে ধান কাটতে জমিতে যাওয়ার সময় বজ্রপাতে কৃষক জামির খাঁর মৃত্যু হয় বলে জানায় আখাউড়া থানা পুলিশ।