ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মায়ামিতে এমন লজ্জা আগে পাননি মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন প্রায় দুই বছর হতে চলল। মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর গতকাল শনিবার রাতে মাঠে থেকে দলের সবচেয়ে বড় হারের সাক্ষী হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ঘরোয়া লিগের ম্যাচে গতকাল মিনোসাটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন মেসি।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর গতকালের আগে এমএলএসে আর্জেন্টাইন অধিনায়কের উপস্থিতিতে মায়ামির সবচেয়ে বড় হারটা ছিল ৩-১ ব্যবধানের। গত বছরের মে মাসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে এ ব্যবধানে হেরেছিল মায়ামি। গতকাল মিনেসোটার বিপক্ষে তার চেয়েও বড় লজ্জা পেল হ্যাভিয়ের মাশ্চেরানোর দল।

সম্প্রতি মাঠের খেলায় সময়টা মোটেও ভালো যাচ্ছে না মায়ামির। এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই হেরে বসেছে ফ্লোরিডার ক্লাবটি।

গতকাল ম্যাচের মাত্র ১১ মিনিটেই টানি ওলুয়াসেয়ির গোলে পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে অফসাইডে মিনেসোটার গোলটি বাতিল হয়ে যায়। গোল বাতিল হলেও খুব বেশি সমস্যা হয়নি মিনেসোটার। ম্যাচের ৩২তম মিনিটে দলটির সাউথ আফ্রিকান রাইট উইঙ্গার বনগোখুলে হুয়াঙ্গওয়েনের গোলে এগিয়ে (১-০) যায় এরিক রামসের শিষ্যরা।

এ গোলটাই যেন ম্যাচের প্রতিচ্ছবি। হোয়াকুইন পেরেরা-হার্ভের পা ঘুরে বক্সের ভেতর বল পেয়ে গোল করেন হুয়াঙ্গওয়েন। কিন্তু গোল করার আগে মায়ামির রক্ষণভাগকে নাচিয়ে ছেড়েছে মিনেসোটা।

মিনিট ছয়েক পরে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়ার মেসির দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন মিনেসোটা গোলকিপার সেইন্ট ক্লেয়ার।

মায়ামি সুযোগ কাজে লাগাতে না পারলেও ভুল করেনি মিনেসোটা। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থোনি মার্কানিখের গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ব্যবধান (২-১) কমিয়েছেন মেসি। ম্যাচের ৪৮ মিনিটে ইয়র্দি আলবার ক্রসে বক্সের বাঁপ্রান্তে বল পেয়ে কোনাকুনি শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা। মায়ামি সমর্থকেরা হয়তো ম্যাচে ফেরার স্বপ্নও দেখছিলেন তাতে।

কিন্তু সে স্বপ্ন দ্রুতই দুঃস্বপ্নে রূপ নেয়। ম্যাচের ৬৮ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই বল জড়ান মায়ামির আর্জেন্টাইন রাইটব্যাক মার্সেলো ওয়েইগান্ত। এর দু মিনিট পরে ব্যবধান ৪-১ করেন ফিনল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার রবিন লদ। তাতে মেসির এমএলএস ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানের হারটাও নিশ্চিত হয়ে যায়।

এ হারে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন অঞ্চলের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানেই থাকল মায়ামি। অন্যদিকে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে আছে মিনেসোটা।

নিউজটি শেয়ার করুন

মায়ামিতে এমন লজ্জা আগে পাননি মেসি

আপডেট সময় : ১২:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন প্রায় দুই বছর হতে চলল। মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর গতকাল শনিবার রাতে মাঠে থেকে দলের সবচেয়ে বড় হারের সাক্ষী হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ঘরোয়া লিগের ম্যাচে গতকাল মিনোসাটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন মেসি।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর গতকালের আগে এমএলএসে আর্জেন্টাইন অধিনায়কের উপস্থিতিতে মায়ামির সবচেয়ে বড় হারটা ছিল ৩-১ ব্যবধানের। গত বছরের মে মাসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে এ ব্যবধানে হেরেছিল মায়ামি। গতকাল মিনেসোটার বিপক্ষে তার চেয়েও বড় লজ্জা পেল হ্যাভিয়ের মাশ্চেরানোর দল।

সম্প্রতি মাঠের খেলায় সময়টা মোটেও ভালো যাচ্ছে না মায়ামির। এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই হেরে বসেছে ফ্লোরিডার ক্লাবটি।

গতকাল ম্যাচের মাত্র ১১ মিনিটেই টানি ওলুয়াসেয়ির গোলে পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে অফসাইডে মিনেসোটার গোলটি বাতিল হয়ে যায়। গোল বাতিল হলেও খুব বেশি সমস্যা হয়নি মিনেসোটার। ম্যাচের ৩২তম মিনিটে দলটির সাউথ আফ্রিকান রাইট উইঙ্গার বনগোখুলে হুয়াঙ্গওয়েনের গোলে এগিয়ে (১-০) যায় এরিক রামসের শিষ্যরা।

এ গোলটাই যেন ম্যাচের প্রতিচ্ছবি। হোয়াকুইন পেরেরা-হার্ভের পা ঘুরে বক্সের ভেতর বল পেয়ে গোল করেন হুয়াঙ্গওয়েন। কিন্তু গোল করার আগে মায়ামির রক্ষণভাগকে নাচিয়ে ছেড়েছে মিনেসোটা।

মিনিট ছয়েক পরে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়ার মেসির দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন মিনেসোটা গোলকিপার সেইন্ট ক্লেয়ার।

মায়ামি সুযোগ কাজে লাগাতে না পারলেও ভুল করেনি মিনেসোটা। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থোনি মার্কানিখের গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ব্যবধান (২-১) কমিয়েছেন মেসি। ম্যাচের ৪৮ মিনিটে ইয়র্দি আলবার ক্রসে বক্সের বাঁপ্রান্তে বল পেয়ে কোনাকুনি শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা। মায়ামি সমর্থকেরা হয়তো ম্যাচে ফেরার স্বপ্নও দেখছিলেন তাতে।

কিন্তু সে স্বপ্ন দ্রুতই দুঃস্বপ্নে রূপ নেয়। ম্যাচের ৬৮ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই বল জড়ান মায়ামির আর্জেন্টাইন রাইটব্যাক মার্সেলো ওয়েইগান্ত। এর দু মিনিট পরে ব্যবধান ৪-১ করেন ফিনল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার রবিন লদ। তাতে মেসির এমএলএস ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানের হারটাও নিশ্চিত হয়ে যায়।

এ হারে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন অঞ্চলের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানেই থাকল মায়ামি। অন্যদিকে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে আছে মিনেসোটা।