ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মেসির গোল সত্ত্বেও বিধ্বস্ত ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির একমাত্র গোলটিও দলের পরাজয় ঠেকাতে পারেনি। এটি মেসির এমএলএস ক্যারিয়ারের সবচেয়ে বড় হার।

রোববার (১১ মে) ভোরে অ্যালিয়াঞ্জ ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই ওলুয়াসেয়ি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ৩২ মিনিটে হ্লঙ্গুয়ানের গোলে এগিয়ে যায় মিনেসোটা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি মারকানিখের হেডে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাঁ দিক থেকে জর্দি আলবার পাস পেয়ে মেসি প্লেসিং শটে গোল করে ব্যবধান কমান। এটি চলতি লিগে তার পঞ্চম গোল এবং সব মিলিয়ে মায়ামির হয়ে ৪৩তম গোল। তবে এরপর মারসেলো ভেইগান্দথ আত্মঘাতী গোল করলে ফের পিছিয়ে পড়ে মায়ামি। ৭০ মিনিটে রবিন লডের দুর্দান্ত শটে ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে মিনেসোটা।

বল দখলের লড়াইয়ে মায়ামি এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণে মিনেসোটা ছিল বেশ ধারালো। ৮টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রেখে ৪টি গোল করে তারা, যেখানে মায়ামি ১০ শটে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এই হারের পর ইস্টার্ন কনফারেন্সে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান পয়েন্টে শীর্ষে আছে কলম্বাস ক্রু। অন্যদিকে, ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিনেসোটা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

নিউজটি শেয়ার করুন

মেসির গোল সত্ত্বেও বিধ্বস্ত ইন্টার মায়ামি

আপডেট সময় : ১২:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির একমাত্র গোলটিও দলের পরাজয় ঠেকাতে পারেনি। এটি মেসির এমএলএস ক্যারিয়ারের সবচেয়ে বড় হার।

রোববার (১১ মে) ভোরে অ্যালিয়াঞ্জ ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই ওলুয়াসেয়ি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ৩২ মিনিটে হ্লঙ্গুয়ানের গোলে এগিয়ে যায় মিনেসোটা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি মারকানিখের হেডে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাঁ দিক থেকে জর্দি আলবার পাস পেয়ে মেসি প্লেসিং শটে গোল করে ব্যবধান কমান। এটি চলতি লিগে তার পঞ্চম গোল এবং সব মিলিয়ে মায়ামির হয়ে ৪৩তম গোল। তবে এরপর মারসেলো ভেইগান্দথ আত্মঘাতী গোল করলে ফের পিছিয়ে পড়ে মায়ামি। ৭০ মিনিটে রবিন লডের দুর্দান্ত শটে ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে মিনেসোটা।

বল দখলের লড়াইয়ে মায়ামি এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণে মিনেসোটা ছিল বেশ ধারালো। ৮টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রেখে ৪টি গোল করে তারা, যেখানে মায়ামি ১০ শটে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এই হারের পর ইস্টার্ন কনফারেন্সে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান পয়েন্টে শীর্ষে আছে কলম্বাস ক্রু। অন্যদিকে, ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিনেসোটা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।