ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন আলেকসান্দার সরলথ। ম্যাচের প্রথম ১১ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করে ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন নরওয়ের এই ফরোয়ার্ড। পরে আরও একটি গোল করে ৩০ মিনিটের মধ্যেই চার গোল পূর্ণ করেন তিনি।

শনিবার (১০ মে) মাদ্রিদের মেত্রোপলিতানোয় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সরলথের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-০ ব্যবধানে জয় পায় অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচে চারটি শটেই জালে বল পাঠান তিনি, চারটিই বাঁ পায়ের শটে।

সপ্তম মিনিটে পাবলো বারিওসের ক্রস থেকে প্রথম গোলটি করেন সরলথ। এরপর ১০ ও ১১ মিনিটে টানা দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। যা লা লিগায় সবচেয়ে কম সময়ের মধ্যে হ্যাটট্রিকের নতুন রেকর্ড। এর আগে ১৯২৯ সালে কার্লেস বেস্তি ১৫ মিনিটে হ্যাটট্রিক করে এই রেকর্ড গড়েছিলেন, যেটা পরে ১৯৪১ সালে স্পর্শ করেন এদমুন্দো সুয়ারেস।

৩০তম মিনিটে জাভি গালাহর পাস থেকে নিজের চতুর্থ গোলটি করেন সরলথ। সবগুলো গোলই আসে বাঁ পায়ের শটে।

চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত অ্যাথলেটিকোর হয়ে সর্বোচ্চ ১৫ গোল করেছেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। তার পরে আছেন জুলিয়ান আলভারেস।

গত মৌসুমেও ভিয়ারেয়ালের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করেছিলেন সরলথ। ওই ম্যাচে ৪-৪ গোলে ড্র করে ভিয়ারেয়াল।

এই জয়ের ফলে শিরোপা দৌড়ে টিকে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫, আর শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। যদিও এই দু’দল একটি করে ম্যাচ কম খেলেছে।

নিউজটি শেয়ার করুন

৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার

আপডেট সময় : ১২:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন আলেকসান্দার সরলথ। ম্যাচের প্রথম ১১ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করে ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন নরওয়ের এই ফরোয়ার্ড। পরে আরও একটি গোল করে ৩০ মিনিটের মধ্যেই চার গোল পূর্ণ করেন তিনি।

শনিবার (১০ মে) মাদ্রিদের মেত্রোপলিতানোয় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সরলথের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-০ ব্যবধানে জয় পায় অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচে চারটি শটেই জালে বল পাঠান তিনি, চারটিই বাঁ পায়ের শটে।

সপ্তম মিনিটে পাবলো বারিওসের ক্রস থেকে প্রথম গোলটি করেন সরলথ। এরপর ১০ ও ১১ মিনিটে টানা দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। যা লা লিগায় সবচেয়ে কম সময়ের মধ্যে হ্যাটট্রিকের নতুন রেকর্ড। এর আগে ১৯২৯ সালে কার্লেস বেস্তি ১৫ মিনিটে হ্যাটট্রিক করে এই রেকর্ড গড়েছিলেন, যেটা পরে ১৯৪১ সালে স্পর্শ করেন এদমুন্দো সুয়ারেস।

৩০তম মিনিটে জাভি গালাহর পাস থেকে নিজের চতুর্থ গোলটি করেন সরলথ। সবগুলো গোলই আসে বাঁ পায়ের শটে।

চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত অ্যাথলেটিকোর হয়ে সর্বোচ্চ ১৫ গোল করেছেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। তার পরে আছেন জুলিয়ান আলভারেস।

গত মৌসুমেও ভিয়ারেয়ালের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করেছিলেন সরলথ। ওই ম্যাচে ৪-৪ গোলে ড্র করে ভিয়ারেয়াল।

এই জয়ের ফলে শিরোপা দৌড়ে টিকে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫, আর শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। যদিও এই দু’দল একটি করে ম্যাচ কম খেলেছে।