আর্সেনালের সাথে ২-২ গোলে ড্র লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ১২:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

ঘরের মাঠ অ্যানফিল্ডে আর্সেনালের সাথে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। স্বাগতিক অলরেডরা ম্যাচের প্রথম লিড পায় ২০ মিনিটে।
গাকপো গোল করার পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লুইস দিয়াজ। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে মার্তিনেল্লির গোলে ব্যবধান কমায় মিকেল আর্তেতার আর্সেনাল।
৭০ মিনিটে ম্যাচে সমতা আনেন মেরিনো। যদিও গানারদের শেষটা সুখকর হয়নি। ৭৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মেরিনো। ইপিএল থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে উঠবে প্রথম পাঁচটি দল।
ইতোমধ্যে শিরোপাজয়ী লিভারপুল ইউসিএলে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বর্তমানে ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮৩। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।