কমতে শুরু করেছে গরম, বৃষ্টি হতে পারে ১০ দিন

- আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৩৬৬ বার পড়া হয়েছে

সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। ফলে কয়েকদিন ধরে চলতে থাকা গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে শুরু করেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী ১০ দিন সারা দেশে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের কোনো শঙ্কা নেই।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকার আকাশ আজ সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা। এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে, গরমের অনুভূতি গতকালের তুলনায় কিছুটা কমতে পারে।
পূর্বাভাসে বলা হয়, এসময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রোববার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। ময়মনসিংহ বিভাগের চার, সিলেট বিভাগের চার জেলা, কিশোরগঞ্জ, নরসিংদী, রাঙামাটি, কুমিল্লা, বাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়ে বৃষ্টি হয়েছে। এসব জেলায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১০ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। তবে কোনো ধরনের ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময়ে বজ্রপাতের শঙ্কায় ঘরে অবস্থান করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়ার পরামর্শও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে রোববার (১১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ৫ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি দেশের অন্যত্র দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।