ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজার স্কুলে ইসরায়েলের বোমা হামলা, নিহত ১৫

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ফাতিমা বিনতে আসাদ স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ৭১ দিন ধরে বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকালের হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন হামাসের সদস্য বলে দাবি করেছে ইসরায়েল। এ ছাড়া আহত হয়েছেন অনেকে, যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের সামরিক স্থাপনা ও অস্ত্রাগার লক্ষ্য করে অভিযান চালিয়েছে। কোনো বেসামরিক নাগরিক তাদের অভিযানের লক্ষ্য নয়।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘গাজার ওপর আক্রমণ ততদিন পর্যন্ত চলবে, যতদিন না আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়।’

অন্যদিকে হামাস বলেছে, তারা আজ সোমবার এক মার্কিন এবং এক ইসরায়েলি নাগরিককে মুক্তি দেবে। দীর্ঘদিন ধরে গাজায় বন্দী থাকা এই দুই ব্যক্তি মুক্তির বিষয়ে কূটনৈতিক আলোচনা চলছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেবে হামাস। এই ব্যক্তিই উপত্যকাটিতে শেষ জীবিত মার্কিন বন্দি বলে মনে করা হচ্ছে।

তেল আবিবে জন্মগ্রহণকারী কিন্তু নিউ জার্সিতে বেড়ে ওঠা ২১ বছর বয়সী আলেকজান্ডার গাজার সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন। ৭ অক্টোবরের হামলায় হামাস জঙ্গিরা তাকে ধরে নিয়ে যায়।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫২ হাজার ৮২৯ জন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গাজার স্কুলে ইসরায়েলের বোমা হামলা, নিহত ১৫

আপডেট সময় : ১২:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ফাতিমা বিনতে আসাদ স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ৭১ দিন ধরে বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকালের হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন হামাসের সদস্য বলে দাবি করেছে ইসরায়েল। এ ছাড়া আহত হয়েছেন অনেকে, যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের সামরিক স্থাপনা ও অস্ত্রাগার লক্ষ্য করে অভিযান চালিয়েছে। কোনো বেসামরিক নাগরিক তাদের অভিযানের লক্ষ্য নয়।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘গাজার ওপর আক্রমণ ততদিন পর্যন্ত চলবে, যতদিন না আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়।’

অন্যদিকে হামাস বলেছে, তারা আজ সোমবার এক মার্কিন এবং এক ইসরায়েলি নাগরিককে মুক্তি দেবে। দীর্ঘদিন ধরে গাজায় বন্দী থাকা এই দুই ব্যক্তি মুক্তির বিষয়ে কূটনৈতিক আলোচনা চলছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেবে হামাস। এই ব্যক্তিই উপত্যকাটিতে শেষ জীবিত মার্কিন বন্দি বলে মনে করা হচ্ছে।

তেল আবিবে জন্মগ্রহণকারী কিন্তু নিউ জার্সিতে বেড়ে ওঠা ২১ বছর বয়সী আলেকজান্ডার গাজার সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন। ৭ অক্টোবরের হামলায় হামাস জঙ্গিরা তাকে ধরে নিয়ে যায়।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫২ হাজার ৮২৯ জন নিহত হয়েছেন।