গেজেট প্রকাশের পর আ. লীগ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি: সিইসি

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে সরকারি গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন (ইসি) এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন সিইসি।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘এখনও আমরা গেজেট পাইনি। সরকারি গেজেট পেলে আমরা বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেব।’
সিইসি বলেন, পত্রিকা বা টেলিভিশন রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
এর আগে, গত শনিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার।